সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুজন আহত 

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি 

ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুজন আহত 

কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুই যুবক গুরুতর আহত হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে শহরের কমলপুর আমলাপাড়া রেলস্টেশন সংলগ্ন বুট্টু মিয়ার পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ভৈরব থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আহত যুবকের নাম সাকিব (২৫), সে ভৈরব বাসস্ট্যান্ডস্থ আরফা চাইনিজ রেস্টুরেন্টের পরিচালক। এসময় তার সাথে থাকা কাজিন হূদয় (২০) আহত হন। 

এসময় ছুরিকাঘাতে আহতদের চিৎকারে স্থানীয় লোকজন এসে জাকির নামে এক ছিনতাইকারীকে আটক করে উত্তম মধ্যম দেয়। স্থানীয়রা আহত দুজনকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করায়। সাকিব মাথায়, বাম হাত ও বাম পায়ে আঘাতপ্রাপ্ত হন।

এ ঘটনায় আহত সাকিবের বড় বোন আরফা চাইনিজ রেস্টুরেন্টের স্বত্বাধিকারী ও ভৈরব মহিলা আ.লীগ নেত্রী মাহবুবা ইসলাম জানান, এ ঘটনায় তিনি ভৈরব থানায় মামলা করবেন।

টিএইচ